সিলেটটুডে ডেস্ক

২১ নভেম্বর, ২০১৯ ১৭:৩৯

সিসিকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী নগর ভবনের হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর রাশেদ আহমদ।  

নগরীর ওয়ার্ড পর্যায়ে নগর ঝুঁকি নিরূপণ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারের যুগ্মসচিব বিধায়ক রায় চৌধুরী বলেন, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিরুপণকৃত ঝুঁকি হ্রাসে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সিলেট সিটি করপোরেশন ও বিশ্ব ব্যাংকের সহায়তায় বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, বিশ্ব ব্যাংকের সহায়তায় নগরীতে ইতিমধ্যেই জলাবদ্ধতা দূরীকরণে রাস্তাসহ ড্রেন নির্মাণ, জরুরী উদ্ধার তৎপরতা পরিচালনায় দক্ষ আরবান কমিউনিটি ভলান্টিয়ার তৈরি, বিপদাপন্ন নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রশিক্ষণ এবং বিভিন্ন বিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় উদ্ধার সামগ্রী প্রদানসহ স্বল্প পরিসরে দুর্যোগ প্রশমন কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। এই ধারা অব্যাহত রেখে কয়েক মাসের নগরীর বিভিন্ন ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসাবে গড়ে তোলা হবে। এক্ষেত্রে ওয়ার্ডবাসীসহ বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান সমূহের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় নিয়ে মানচিত্র উপস্থাপন করেন আরবান রেজিলাইন্সের প্রকল্প পরিচালক ড. তারিক বিন ইউসুফ।

আশরাফুর রহমান আশার সঞ্চালনায় কর্মশালায় বক্তারা, নগরীর বিভিন্ন ওয়ার্ডের আপদ ও নিরুপণকৃত বিদ্যমান ঝুঁকির বিষয়ে বিস্তারিত আলোচনা ও ঝুঁকি হ্রাসে পরিকল্পনা প্রণয়নে একমত পোষণ করেন।

কর্মশালায় বক্তব্য দেন সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক  আবুল কাশেম, সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, রুহুল আলম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ, কর কর্মকর্তা রমিজ উদ্দিন ও এসেসর চন্দন দাশ। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিসিকের সহকারী প্রকৌশলী ও প্রকল্পের ফোকাল পয়েন্ট অফিসার জয়দেব বিশ্বাস ও  উপ সহকারী প্রকৌশলী আবুল ফজল খোকন।

আপনার মন্তব্য

আলোচিত