বড়লেখা প্রতিনিধি

২২ নভেম্বর, ২০১৯ ১৯:৩৫

বড়লেখায় নজরুল একাডেমির উপদেষ্টাকে বিদায় সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নজরুল একাডেমির উপদেষ্টা ও সাংস্কৃতিক সংগঠক মসরুর আলম চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থায়ীভাবে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নজরুল একাডেমি বড়লেখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সভাপতি দীপক রঞ্জন নন্দী। সংগঠনের সহসভাপতি অধ্যক্ষ জহির উদ্দিন ও সমাজসেবক আশরাফ উদ্দিন বাঁধনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মাঝে বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ উপদেষ্টা ডা. প্রণয় কুমার দে, সংবর্ধিত অতিথি মসরুর আলম চৌধুরী, বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, সংগঠনের উপদেষ্টা বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোপাল দত্ত,  রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক বিষুতোষ চক্রবর্তী ও রিয়াজ উদ্দিন, সাংবাদিক লিটন শরীফ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।  

এসময় শিক্ষক রশিদ আহমদ খান, নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, সাধারণ সম্পাদক মিলন দে, সংগীত শিক্ষক শম্পা চন্দ দেব ও দীনা ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে সকাল থেকে একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আপনার মন্তব্য

আলোচিত