ছাতক প্রতিনিধি

২২ নভেম্বর, ২০১৯ ২২:২২

দোয়ারাবাজারের জালে ছাতকের গোল উৎসব

সুনামগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে দোয়ারাবাজার উপজেলাকে ৭-১ গোলে হারিয়েছে ছাতক উপজেলা।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার শুরুর ১১ মিনিটের মাথায় গোল করেন ছাতকের ১৫ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রাহেল।

প্রথমার্ধে শেষ হওয়ার কয়েক মিনিট পূর্বে দলের হয়ে দ্বিতীয় গোল করেন ছাতকের ৯ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মুনসুর।

প্রথমার্ধের খেলা ২-০ গোলে শেষ হলে দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে আবারো গোল করে বসে ছাতকের ১৫ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রাহেল। যখন দোয়ারাবাজার উপজেলা প্রায় হারের কাছাকাছি তখন ব্যবধানটা সামান্য কমানোর চেষ্টা করেছেন দোয়ারাবাজার উপজেলার খেলোয়াড় শিপন দাস। ৫৫ মিনিটে দোয়ারাবাজার উপজেলার হয়ে প্রথম গোল করেন তিনি। এসময় ছাতক উপজেলার খেলোয়াড়রা আক্রমণাত্মকভাবে খেলে ম্যাচের ৭১ মিনিটে ছাতক দলের হয়ে আবারো গোল করেন মনসুর। তার ঠিক এক মিনিট পর দলের হয়ে পঞ্চম গোল করেন ইউসুফ, পরে ৭৫ মিনিটে মনসুর দলের হয়ে ষষ্ঠ গোল করে এবং নিজের হ্যাট্রিক পূরণ করেন তিনি।

খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ৭৯ মিনিটে দলের হয়ে সপ্তম গোল করেন ইউসুফ। অনুষ্ঠিত ছাতক উপজেলা ও দোয়ারাবাজার উপজেলা মধ্যকার খেলায় ম্যান অব দা ম্যাচ হয়েছেন ছাতক উপজেলার ৯ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মনসুর।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যান অব দা ম্যাচ ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত