ছাতক প্রতিনিধি

২২ নভেম্বর, ২০১৯ ২২:২৫

ছাতকে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৮০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২১নভেম্বর ) রাতে শহরের বৌলা এলাকায় সুরমা নদীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল এ অর্থ দণ্ড করেন।

সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নবী হোসেন (৩২) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় থানা পুলিশসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত