গোলাপগঞ্জ প্রতিনিধি

২২ নভেম্বর, ২০১৯ ২২:২৯

গোলাপগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জের পল্লীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বুধবারীবাজার ইউনিয়ন মিলনায়তনে বুধবারী বাজার ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১৫শতাধিক রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা দেওয়া হয়। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসাসেবা গ্রহণ করেন রোগীরা।

সকাল ৯টায় ইউনিয়ন মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় বুধবারীবাজার ইউনিয়ন ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকে’র আহবায়ক মকলু মিয়ার সভাপতিত্বে এবং জাকির হোসেন বুলবুলের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আব্দুস সালাম, মামুন বাবু ।

ফ্রি মেডিকেল ক্যাম্প সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের মধ্যে উপস্থিত ছিলেন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মাসুদ হোসাইন, মোহাম্মদ সারোয়ার হোসাইন, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মস্তাক আহমদ রোহেল, ডা. সাব্বির আহমদ, ডা. ইশতিয়াক আহমদ, ডা. হাফিজ আল আসাদ, গাইনি বিভাগের অধ্যাপক ডা. তাছলিমা আক্তার ত্রিশা, ডা. চপল, ডা. সুমি, ডা. ফাতেমা, নাক কান ও গলা বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহিয়ান, যৌন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. লম্বেন্দু, এবং চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. আল আমীন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুস সালাম।

আপনার মন্তব্য

আলোচিত