জগন্নাথপুর প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০১৯ ০১:৩৯

জগন্নাথপুরে আমন ধান কাটা শুরু, কৃষকের ঘরে আনন্দ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অগ্রাহায়ন মাসের শুরু থেকে ধান কাটার শুরু হওয়ায় কৃষকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। হাওরজুড়ে এখন পাকা আধাপাকা ধানের শীষ দোলছে।
 
জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮১৬০ হাজার হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি আমন মৌসুমের শুরু থেকে উৎসাহ নিয়ে আমন ধান কাটার কাজ শুরু করেছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে কৃষকরা তাদের চাষাবাদকৃত ধান কাটা নিয়ে ব্যাস্ত। উৎসাহ নিয়ে কাটা-মাড়াইয়ের কাজ শুরু করলেও বাদ সেধেছে বাজারে ধানের দাম। বর্তমান বাজারে ধানের দাম কেমন হবে তা নিয়ে কৃষকদের মনে হতাশা ও সংশয় দেখা দিয়েছে। এবারে বর্ষা মৌসুমে সঠিক সময়ে বৃষ্টি হওয়ায় ধানের ফলন ভাল হবে বলে তাদের মধ্যে কিছুটা আশার সঞ্চার দেখা দিয়েছে। এজন্য ধানের কাঙ্খিত উৎপাদন ভাল হবে বলে তারা ধারনা করছেন। আমন পাকার সময়ে কিছু জমিতে পোকামাকড়ের আক্রমন হলেও এবারে ধানের ফলন ভাল হবে বলে কৃষকরা মনে করছেন। গত বছরের থুলনায় বিঘাপ্রতি ৫-৬ মন ধান বেশী হবে বলে কৃষকরা বলছেন।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান মজুমদার বলেন, জগন্নাথপুর উপজেলায় এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৭৯০০ হেক্টর। তার মধ্য লক্ষ্যমাত্রার চেয়ে ৮১৬০ হেক্টর আবাদ হয়েছে। এবার নতুন করে বাড়ি বাড়ি গিয়ে কৃষকের লিষ্ট তৈরী করায় আমন ধান সংগ্রহ করতে সমস্যা হবে না, প্রকৃত কৃষকেরা গোদামে ধান দিতে পারবে। কৃষকরা ধানের দাম ভাল পাবেন বলে তিনি আশা করছেন। এ ব্যাপারে সংশয়ের কিছু নেই বলে তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত