হবিগঞ্জ প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০১৯ ১৯:২৭

জাতিসংঘের লিডারশিপ ট্রেনিংয়ে অংশগ্রহণ করছে তারুণ্য সোসাইটির চার সদস্য

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি আয়োজিত ইয়ুথ লিডারশিপ ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন হবিগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তারুণ্য সোসাইটির চার সদস্যের প্রতিনিধি দল।   

আগামী ৩ ও ৪ ডিসেম্বর ঢাকায় দ্যা ডেইলি স্টার সেন্টারে ‘ইয়ুথ ফর হিউম্যান রাইটস এন্ড সোসিয়াল চেইঞ্জ’ বিষয়ে দুই দিন ব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করবেন তারা।

এ কর্মশালায় সারা বাংলাদেশের ৬০ জন তরুণ তরুণী অংশগ্রহণ করবেন। হবিগঞ্জ থেকে তারুণ্য সোসাইটির সাবেক সভাপতি ও তত্বাবধায়ক শেখ ওসমান গনি রুমীর নেতৃত্বে প্রতিনিধিদলে দলে রয়েছেন বর্তমান সভাপতি আবিদুর রহমান রাকিব, আফসানা জাহান ও তাসকিয়া তাবাসসুম বৃষ্টি।
 
এ ব্যাপারে প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা তারুণ্য সোসাইটির সাবেক সভাপতি ও তত্বাবধায়ক শেখ ওসমান গনি রুমী বলেন, তারুণ্য সোসাইটির সকল কার্যক্রমে তরুণদের অগ্রাধিকার দেওয়া হয়। আমরা বর্তমানে হবিগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম করছি। আশা করি এই কর্মশালার মাধ্যমে আমাদের সদস্যরা সামাজিক কাজ করার জন্য আরও স্পৃহা পাবে।   

আপনার মন্তব্য

আলোচিত