ছাতক প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০১৯ ২০:১৪

ছাতকের বৌলা প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধন

সুনামগঞ্জের ছাতকের বৌলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক নতুন ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এ সময় তিনি বিদ্যালয়ের একটি কক্ষে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগারও উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় এমপি মানিক প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আয়না মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক দুলন তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, নেতা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসন মাষ্টার, বিল্লাল আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, এসএমসির সভাপতি খলিলুর রহমান মানিক।

আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, স্থানীয় সামছুদ্দিন মিয়া, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল আজিজ।

এ সময় আওয়ামী লীগ নেতা চান মিয়া চৌধুরী, অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, হেলালুল ইসলাম, আশিকুর রহমান, আনোয়ার হোসেন, সাবেক পৌর কমিশনার মুহিবুর রহমান সাধু, ব্যবসায়ী ছালেক মিয়া, বদরুল আলম, সাইফুর রহমান, নূর আলম, হোসেন আহমদ, শিপলু আহমদসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত