দিরাই প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০১৯ ১৫:৩৫

দিরাইয়ে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু

সুনামগঞ্জের দিরাইয়ে সরকারিভাবে আমন ধান ২০১৯-২০ এর আওতায় দিরাই খাদ্য গুদামে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় দিরাই খাদ্য গুদাম প্রাঙ্গণে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, দিরাই খাদ্য গুদামের এলএসডি আব্দুস সামাদ, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম প্রমুখ।

খাদ্য গুদাম সূত্রে জানা যায়, মোট কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ২৬৮ জন কৃষকের কাছ থেকে জনপ্রতি এক টন করে আমন ধান সংগ্রহ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত