তাহিরপুর প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০১৯ ১৮:১৫

টাঙ্গুয়ার হাওরে ১০ হাজার হিজল করচ গাছ লাগানোর উদ্যোগ

তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ১০ হাজার হিজল করচ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ।

শনিবার (৭ ডিসেম্বর) এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। প্রাথমিক অবস্থায় টাঙ্গুয়া হাওরাপড়ের ভবানীপুর, পানা ও ইকরদাইর এলাকাতে দুইশ শত হিজল-করচ গাছ রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি হাজী আব্দুছ ছোবাহান আখঞ্জি, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারন সম্পাদক পীযুষ পুরকায়স্থ টিটু, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, ইউপি সদস্য সিরাজ মিয়া, হাবুল মিয়া, মিয়া হোসেন, শিমুল মিয়া, হাওরপাড়ের কৃষক শাহ আলী, শামসুদ্দিন, রিপসান হাবিব, আব্দুল আউয়াল প্রমুখ।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, টাঙ্গুয়া হাওরের জীব ও প্রাণ বৈচিত্র্য রক্ষায় গাছ লাগানোর উদ্যোগটি প্রশংসনীয়। শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাশাপাশি বাকী শ্রীপুর উত্তর ইউনিয়নকেও তিনি এ কাজে এগিয়ে আসার আহবান জানান।

শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার বলেন, টাঙ্গুয়ার হাওরকে সবুজ বনায়নে সাজিয়ে তুলার লক্ষে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ইতিমধ্যেই দুইশত হিজল করচ গাছ লাগানো হয়েছে, ক্রমান্বয়ে মুজিব বর্ষের মধ্যেই দশ হাজার গাছ রোপনের কার্যক্রম সম্পন্ন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত