মাধবপুর প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০১৯ ২০:৫২

মাধবপুরের দখলকৃত কবরস্থান উদ্ধার

উপজেলার ধর্মঘর বাজারে জামে মসজিদের দক্ষিণ পাশে কবরস্থানটি সরকারিভাবে সর্বসাধারণের দাফনের জন্য উন্মুক্ত করার বিধান থাকলেও এলাকার প্রভাবশালী মহল বাউন্ডারি নির্মাণ করে দাফনে বাধা সৃষ্টি করে আসছিলো। এমনকি কবরস্থানের চারপাশে বাউন্ডারি দিয়ে একটি লোহার গেইট লাগিয়ে মালঞ্চপুর বড়বাড়ি পারিবারিক কবরস্থান নাম করে সাইনবোর্ড লাগিয়ে গেইটে তালা ঝুলিয়ে দেয়।

অবশেষে শনিবার (৭ ডিসেম্বর) স্থানীয় প্রশাসনের উদ্যোগে দখলমুক্ত হয়ে সর্বসাধারণের দাফনের জন্য উন্মুক্ত কবরস্থানটি। এদিন সকাল ১১টার দিকে মাধবপুর সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার সরকারি জায়গায় মালঞ্চপুর বড় বাড়ি কবরস্থানটির সাইনবোর্ড পরিবর্তন করে সরকারি কবরস্থান জনসাধারণের জন্য ব্যবহার্য সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়ন চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল, ৩নং ওয়ার্ড মেম্বার কামাল মিয়া ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার ধর্মঘর বাজারে জামে মসজিদের দক্ষিণ পাশে কবরস্থানটিতে দীর্ঘদিন যাবত এলাকার লোকজন মারা গেলে দাফন করা হতো। সম্প্রতি মালঞ্চপুর গ্রামের প্রভাবশালী ফয়সল নামে এক লোক ও তার লোকজন কবরস্থানের চারপাশে বাউন্ডারি দিয়ে একটি লোহার গেইট লাগিয়ে মালঞ্চপুর বড়বাড়ি পারিবারিক কবরস্থান নাম করে গেইটে তালা লাগিয়ে দেয়। সরকারিভাবে সর্বসাধারণের জন্য কবরস্থানটি উন্মুক্ত করার বিধান থাকলেও প্রভাবশালী মহলটি বাউন্ডারি নির্মাণ করে জনসাধারণের দাফন করার বাধা সৃষ্টি করে আসছিলো।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার বলেন, আজ থেকে এই করবস্থানে সবাই দাফন করতে পারবেন। যদি কোন লোক তালা দেয় অথবা জোরে দখল করতে চায়- তাহলে প্রশাসনকে জানাবেন। এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো। এই খবর শোনার পর স্থানীয় জনসাধারণের মধ্যে আনন্দের বন্যা দেখা দিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত