নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০১৯ ০১:০২

মহানগর আওয়ামী লীগের সভায় কামরান ও আসাদ

দায়িত্ব পাওয়ার পর দলের নেতাদের নিয়ে প্রথম সভা করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নতুন সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ।

সোমবার বিকেলে নগরীর চৌহাট্টায় অনুষ্ঠিত এ সভায় অংশ নেন মহানগর আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলে অংশ নেওয়ার প্রস্তুতি হিসাবে এ সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

গত ৫ ডিসেম্বর সম্মেলনে মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও অধ্যাপক জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নতুন দায়িত্ব পাওয়ার চারদিনের মধ্যে সোমবার সদ্য বিদায়ী কমিটির নেতাদের নিয়ে বৈঠক ডাকেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।

বৈঠকে কেন্দ্রীয় কাউন্সিলে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ৩৬ জন কাউন্সিলর অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কাউন্সিলর হিসাবে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া গত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্পাদকমন্ডলীর সদস্যদের চুড়ান্ত করা হয়।

সভায় সদ্য বিলুপ্ত কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র দাশ, আজহার উদ্দিন জাহাঙ্গীর প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত