নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০১৯ ১৮:৪০

অসহায়দের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের

অসহায়দের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসকের এম. কাজী এমদাদুল ইসলাম। তিনি বলেন, আমরা যদি গরম কাপড়, কম্বল, চাদর ছাড়াও অসহায়দের প্রতি আর্থিক সাহায্যে এগিয়ে আসি তাহলে গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষ শীতে কষ্ট পাবেনা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মুসলিম সাহিত্য সংসদ হলে মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেট মহানগর শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, যারা আর্ত মানবতার কল্যাণে যারা কাজ করেন তারা ইহকাল পরকালে সফল। পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীদের পাশে দাঁড়িয়ে একটু সাহায্যের হাত প্রসারিত করলে সমাজের গরিব অসহায় মানুষগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেট মহানগর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আ. ম. ন জামান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেট মহানগর শাখার সহ-সভাপতি বাবু কানু লাল পাল, আজাদ মিয়া, শাহজান আহমদ লিটন, আক্কাছ আলী সুজন, মিজানুর রহমান রুবেল, আব্দুল মতিন খছরু, অসিম রায়, সানুর মিয়া, নাহিদ মিয়া, শাহরিয়ার, রায়হান আহমদ, মাসুদ রানা, হালিমা বেগম, সুফিয়া বেগম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত