দিরাই প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০১৯ ১৫:৩২

দিরাইয়ে বেকার যুব মহিলাদের ৭ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

সুনামগঞ্জের দিরাইয়ে বেকার যুব হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কনফারেন্স হলে সাত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনুর রশীদ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার।

সাত দিনব্যাপী হস্তশিল্প (পুঁতির কাজ) বিষয়ক প্রশিক্ষণে ৩৫ জন যুব মহিলা অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত