জুড়ী সংবাদদাতা

১১ ডিসেম্বর, ২০১৯ ১৭:৩১

জুড়ীতে পেঁয়াজের জন্য মধ্যরাতেও দীর্ঘ লাইন

মৌলভীবাজারের জুড়ীতে টিসিবির মাধ্যমে ৪৫ টাকা দরে পেয়াজ বিক্রি শুরু হয়েছে।

বুধবার ১০ ডিসেম্বর রাত ৮ টা থেকে প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ পেয়াজ বিক্রি শুরু হয়। জনপ্রতি ১ কেজি পেয়াজ নেওয়ার জন্য মানুষের মধ্যে তুমুল প্রতিযোগিতা চলে।এতে দীর্ঘ লাইনে দাড়িয়ে শত শত মানুষ পেয়াজ ক্রয় করে।

সরেজমিনে রাত গিয়ে দেখা যায়, রাত ৮টা থেকে ১টা পর্যন্ত  মানুষ লাইনে দাড়িয়ে পেঁয়াজ কিনছে। এক কেজি পেয়াজ পেয়ে মানুষের মুখে আনন্দের হাসি দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সম্পাদক তাজুল ইসলাম, যুবলীগের সভাপতি মামুনূর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বেলাল হোসাইন, যুবলীগ নেতা সালমান আফরাজ, ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম তুহিন প্রমুখ।

টিসিবির জুড়ী ডিলার জে গ্রুপের জমসেদুল ইসলাম বলেন, আমরা পেঁয়াজ আনার পর মাইকিং করে প্রচার করেছি। এতে মানুষ আগ্রহের সাথে পেঁয়াজ নিচ্ছে।রাত ৮টায় পেয়াজ বিক্রির কথা থাকলেও ৬ টায় মানুষ এসে লাইনে দাড়িয়ে থাকে। প্রথম মানুষ বেশি হওয়ার কারনে আমরা জনপ্রতি ১ কেজি দরে পেঁয়াজ দিচ্ছি।উপস্হিত যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক বলেন, আমরা  টিসিবি বুধবার ৩ টন পেয়াজ দিয়েছে, সুষ্ঠু বন্টন হলে আমরা আরও পেঁয়াজ টিসিবির কাছ থেকে এনে দেব। শহর থেকে বাগান এলাকা এবং মফস্বলে গরীব মানুষদের মধ্যে এসব পেয়াজ বিক্রি করবে তারা।

আপনার মন্তব্য

আলোচিত