নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০১৯ ১৮:০৯

সিলেটে 'লোকগানে জনকের মুখ' বই নিয়ে পাঠ-আলোচনা

সিলেটে 'লোকগানে জনকের মুখ' বই নিয়ে পাঠ-আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাতিঘর সিলেটে কবি ও গবেষক এবং বাংলা একাডেমির উপ-পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের 'লোকগানে জনকের মুখ ' বই নিয়ে বাংলাদেশ ফোকলোর ফিল্ডওয়ার্ক ও রিসার্চ সেন্টারের আয়োজনে এই পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

কবি ও গবেষক শুভেন্দু ইমামের সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় আয়োজিত  পাঠ-আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনে রয়েছে তাঁর দীর্ঘ সাধনা। লোকগানে জনকের মুখ বইয়ের পাতায় পাতায় প্রকৃত অর্থেই বাংলাদেশকে খোঁজা হয়েছে। দেশের সকল লোক কবিই তাদের রচনার মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করেন, পথেও নামেন। পথই লোক কবিদের ঘর। তাদের মধ্যে কোন শঠতা নেই। দেশের লোক কবিরা বঙ্গবন্ধুকে নিয়ে অনেক রচনা লিখেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর লোক কবিরা তাদের রচনায় এর প্রতিবাদ করেছেন।

পাঠ-আলোচনায় বক্তব্য রাখেন - বইটির লেখক কবি ও গবেষক ড. আমিনুর রহমান সুলতান, একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী সুষমা দাশ, কবি তুষার কর, কবি ড. মোস্তাক আহমদ দীন, বাতিঘর সিলেটের হেড অব অপারেশন তারেক আব্দুর রব।

আপনার মন্তব্য

আলোচিত