মৌলভীবাজার প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০৫

লাউয়াছড়ায় গাড়ির ধাক্কায় বানরের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সংরক্ষিত জাতীয় উদ্যান লাউয়াছড়ার ভেতর দিয়ে বয়ে চলা সড়কে চলন্ত গাড়ির ধাক্কায় একটি বানরের মৃত্যু হয়েছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান গেইটের ১০ গজের অদূরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনাটি ঘটে।

প্রদক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, লাউয়াছড়ার প্রধান গেইটের পায় ১০ গজ দূরে রাস্তা পাড়াপাড়ারের সময় দ্রুত গতির একটি পিকাপের সাথে ধাক্কা খেয়ে বানরটি রাস্তায় পড়ে যায়। এ সময় বানরটির মাথা থেকে অতিরক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা নাজমুক হক জানান, বানরটি আঘাত পাওয়ার পর ১০/১২ মিনিট বেচে ছিল কিন্তু চিকিৎসা করানোর মত বনবিভাগের কোন ব্যবস্থা নেই। তাই গুরুতর আহত হলে সেই প্রাণীকে যে চিকিৎসা দিয়ে বাচানো যাবে সেই ব্যবস্থা নেই। লাউয়াছড়ার ভেতর দিয়ে বয়ে চলা সড়কের কারণে প্রায়ই মারা যাচ্ছে প্রানীরা। বিভিন্ন সময় আন্দোলন করেও এর কোন ব্যবস্থা হচ্ছেনা।

বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, আমি কর্মস্থলে না থাকায় বিষটি সম্পর্কে অবগত নই। বিস্তারিত খুঁজ নিচ্ছি।

আপনার মন্তব্য

আলোচিত