নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:২২

কমলগঞ্জের ব্যবসায়ী মজিদ হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলোচিত ব্যবসায়ী আবদুল মজিদ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রোববার বেলা ২টার দিকে সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসান এই আলোচিত মামলার রায় ঘোষণা করেন।

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড, একজনের ৫ বছরের স্বশ্রম কারাদন্ড এবং ৭ জনকে খালাস প্রদান করা হয়েছে।

তিনি জানান, যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছেন আজাদুর রহমান, জুয়েল মিয়া, আবদুস সামাদ রুবেল। ৫ বছরের কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন মুহিব মিয়া।

এর আগে গত ২৭ আগস্ট, ১৪ ও ১৬ সেপ্টেম্বর আলোচিত ওই মামলার রায় ঘোষণা পিছিয়ে যায়।

প্রসঙ্গত, কমলগঞ্জ উপজেলার পতনউষার গোপীনগর গ্রামের আবদুর রহমানের ছেলে ব্যবসায়ী আবদুল মজিদকে ২০১২ সালের ২৯ আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। প্রতিবেশি আজাদুর রহমানের মেয়ে আমেনা আক্তারের সাথে প্রেম করার ‘অপরাধে’ তাকে হত্যা করে আজাদ গংরা।

ওই বছরের ১ সেপ্টেম্বর নিহত মজিদের বাবা আবদুর রহমান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত