নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:২০

যক্ষ্মা প্রতিরোধে সিলেটে সংস্কৃতিকর্মীদের সাথে নাটাব’র মতবিনিময়

যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সিলেটে সংস্কৃতি কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব), সিলেট জেলা শাখা। রবিবার দুপুরে সিলেট নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় যক্ষ্মা কি, যক্ষ্মার লক্ষণ, যক্ষ্মা কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে যক্ষ্মা রোগের চিকিৎসা নিতে হয়, চিকিৎসার ব্যয় প্রভৃতি বিষয়ের প্রতি আলোকপাত করা হয়।

সভায় বক্তারা বলেন, একসময় যক্ষ্মা একটি ভয়ানক ব্যধি ছিল। তখন বলা হতো ‘যক্ষ্মা হলে রক্ষা নাই’। কিন্তু বর্তমানে যক্ষ্মার চিকিৎসা সহজলভ্য। নিয়মিতভাবে ৬ মাস, কোনো কোনো ক্ষেত্রে ৮ মাস চিকিৎসা নিলে যক্ষ্মা ভালো হয়। কিন্তু যক্ষ্মাক্রান্ত রোগী অনিয়মিতভাবে ওষুধ সেবন করলে যক্ষ্মা সাময়িকভাবে হয়তো ভালো হবে। কিন্তু পরবর্তীতে ফের যক্ষ্মায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। তখন কিন্তু সাধারণ চিকিৎসায় যক্ষ্মা ভালো হবে। এমনকি দীর্ঘমেয়াদি চিকিৎসায় যক্ষ্মা ভালো হবে, তারও নিশ্চয়তা থাকবে না। তখন যক্ষ্মাক্রান্ত রোগীকে কয়েক লাখ টাকা খরচ করতে হবে। এজন্য যক্ষ্মা হলে নিয়মিতভাবে ওষুধ সেবন করতে হবে।

মতবিনিময় সভায় নাটাব, সিলেটের সহ-সভাপতি ফজলুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের প্রাক্তন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মামুন পারভেজ। নাটাব, সিলেট-এর সাধারণ সম্পাদক অমরেন্দ্র দেব রায় প্রদীপের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট বক্ষব্যধি হাসপাতালের প্রাক্তন সিনিয়র কনসালটেন্ট ডা. মো. শাহ আলম, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাট্যব্যক্তিত্ব ভবতোষ বর্মণ রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোট-সিলেটের সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সংগীত শিল্পী সমন্বয় পরিষদের সভাপতি হিমাংশু বিশ্বাস, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, নাট্যলোক-সিলেটের আহবায়ক আফজাল হোসেন, হাসান রাজা পরিষদের সচিব দেওয়ান সামারীন রাজা, থিয়েটারওয়ালা’র সভাপতি হীরক দেব প্রমুখ। সভার সমন্বয়ক ছিলেন নাটাব’র ফিল্ড স্টাফ সুমন চৌধুরী।

মতবিনিময় সভায় সাংস্কৃতিক উপাদান তথা নাটক, সংগীত, কবিতা প্রভৃতির মাধ্যমে কিভাবে সাধারণ মানুষের মধ্যে যক্ষ্মা রোগের বিষয়ে সচেতনতা সৃষ্টি করা যায়, সে সম্পর্কে আলোচনা হয়। সাংস্কৃতিক কর্মীরা নাটাব’র সাথে একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য

আলোচিত