বড়লেখা প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:৪১

দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় বর্তমান সরকারের বিকল্প নেই: হুইপ শাহাব উদ্দিন

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় বর্তমান আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আওয়ামী লীগ মানে শান্তি ও দেশের উন্নয়ন। অপরদিকে বিএনপি জোট ক্ষমতায় থাকাকালীন লুটপাট করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছিল। বিএনপি জোট দেশের উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারেনি কিন্তু দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে তারা নিজেদের আখের গুছিয়েছে।  

হুইপ রবিবার ২০ সেপ্টেম্বর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউপি’র কানসাই বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৬২ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত একাডেমিক ভবন, ৫১ লক্ষ টাকা ব্যয়ে উত্তর শাহবাজপুর ইউপি’র পূর্ব দৌলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও  ২২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে ১১৮ পরিবারের বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হুইপ বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব সরকার উল্লেখ করে বলেছেন, ‘শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে সরকার। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের বই বিতরণসহ পড়ালেখার সুযোগ সৃষ্টির মাধ্যমে সরকার গ্রহণযোগ্যতা অর্জন করেছে। সরকারের আন্তরিকতায় দেশের প্রায় ৩১ হাজার বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত পাঠদানে আওতায় আনা হয়েছে।

দেশের মোট জনসংখ্যার প্রায় ৭০ ভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে জানিয়ে হুইপ আরো বলেন, ২০২১ সালের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।
পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি পরিচালক পাভেজ ইষেন, উপজেলা প্রকৌশলী বিদুৎ ভূষণ পাল, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আকবর আলী, তালিমপুর ইউপি চেয়ারম্যান সুনাম উদ্দিন, হুইপ মো. শাহাব উদ্দিন মহোদয়ের সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সালেহ আহমদ জুয়েল, দক্ষিণ শাহবাজপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক, সম্পাদক আবুল হোসেন আলম, যুবলীগ সম্পাদ কামাল হোসেন, নজরুল ইসলাম হীরা, তালিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক বিদ্যুৎ দাস প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত