সিলেটটুডে ডেস্ক

১৬ ফেব্রুয়ারি , ২০১৬ ০২:০৭

পর্যটকদের স্বর্ণ মন্দির দর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ

বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থাপনা ও বৌদ্ধ অনুসারীদের তীর্থস্থান স্বর্ণ মন্দিরে (বৌদ্ধ ধাতু জাদি) পর্যটকদের ভ্রমণের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করছে সেখানকার কর্তৃপক্ষ।

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে পূজার উদ্দেশ্যে অনুমতি নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে।  

দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা বৌদ্ধ মন্দিরের পবিত্রতা নষ্ট, অসদাচারণ, ভান্তেদের হয়রানি করার কারণ দেখিয়ে  স্বর্ণ মন্দির পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

স্বর্ণ মন্দিরের প্রধান ধর্মীয় গুরু উপ ঞ ঞা জোত মহাথের  বলেন, ‘পর্যটকরা মন্দির প্রশাসনের  ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেককে  হয়রানির কারণে আমরা নিষেধাজ্ঞা আরোপ করেছি।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকা থেকে একদল পর্যটক জুতা নিয়ে মন্দিরে প্রবেশ করতে চাইলে বাধা দেয় মন্দির কর্তৃপক্ষ। এ বিষয়টি নিয়ে উক্ত পর্যটকরা মন্দিরে কর্মরত ভান্তেদের মারধর করার চেষ্টা করেন। এ ঘটনায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, এই দর্শনীয় বৌদ্ধ মন্দিরে প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করার কারণে বান্দরবানের পর্যটন ব্যবসায় ক্ষতি হতে পারে বলে  আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা।

আপনার মন্তব্য

আলোচিত