সিলেটটুডে ডেস্ক

৩০ অক্টোবর, ২০১৬ ১২:১২

কলম্বো-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

কলম্বো-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। এয়ারবাস এ৩৩০ বিমান দিয়ে ফ্লাইট পরিচালনা করছে শ্রীলঙ্কার সংস্থাটি।

রোববার (৩০ অক্টোবর) থেকে এ ফ্লাইট চালু হয়েছে।

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি প্রতিদিন দুপুর আড়াইটায় শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে কলম্বো পৌঁছবে। অন্যদিকে স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে কলম্বো ছেড়ে বেলা ১১টা ০৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

আধুনিক এ উড়োজাহাজে বিজনেস শ্রেণিতে ১৮টি ও ইকোনোমি শ্রেণিতে ২৫২টি আসন রয়েছে। যাত্রীরা পাবেন স্টেট অব দ্য আর্ট ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা, উন্নতমানের ও ঐতিহ্যবাহী খাবার, উষ্ণ আতিথেয়তা, আরামদায়ক আসন ইত্যাদি।

বিশ্বব্যাপী ৪৭টি দেশের ১০০টি গন্তব্য শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সঙ্গে সংযুক্ত। এয়ারলাইন্সটি বর্তমানে যেসব গুরুত্বপূর্ণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে তার মধ্যে রয়েছে দুবাই, মাস্কাট, কুয়েত, বাহরাইন, জেদ্দা, রিয়াদ, আবুধাবি ও দোহা। কলম্বো-লন্ডন রুটেও সরাসরি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি।

আপনার মন্তব্য

আলোচিত