নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০১৭ ২০:৪৪

ঈদে পর্যটকদের নিরাপত্তা বিধানে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগ

সিলেটে ঈদ ও অন্যান্য ছুটিতে যেসব পর্যটন কেন্দ্রে মানুষের সমাগম বেশি হয়, সেগুলোর অধিকাংশই গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। বিশেষ করে ঈদের দীর্ঘ ছুটিতে পর্যটকদের পছন্দের শীর্ষে থাকে উপজেলার জাফলং, বিছনাকান্দি, পানথুমাই, রাতারগুল, জৈন্তাপুর ইত্যাদি জায়গা।

এসব জায়গায় যেন পর্যটকরা নির্বিঘ্নে ঘুরাঘুরি করতে পারেন, সেজন্য ঈদ পরবর্তী কিছুদিন পর্যটকদের নিরাপত্তা বিধানে আগাম প্রস্তুতি গ্রহন করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহ উদ্দিন ফেসবুক পোস্টে এই আগাম প্রস্তুতির খবর জানিয়েছেন।

গৃহীত প্রস্তুতির মধ্যে রয়েছে-

১। জাফলং, বিছনাকান্দি, রাতারগুল পর্যটন কেন্দ্রে পুলিশ, বিজিবি, টুরিস্ট পুলিশ, আনসার, গ্রাম পুলিশ নিরাপত্তা বিধান করবে।
২। সার্বক্ষনিক রেসকিউ টিম প্রস্তুত থাকবে।
৩। স্পিড বোট প্রস্তুত থাকবে যে কোন পরিস্থিতিতে পর্যটকগনের নিরাপত্তার জন্য।
৪। প্রত্যেকটি নৌকাতে লাইফ জ্যাকেট রাখা হয়েছে। সেগুলো ব্যবহার করার জন্য পর্যটকগনকে অনুরোধ করা হয়েছে।
৫। প্রত্যেকটি নৌকা ঘাটে ভাড়ার তালিকা টাঙিয়ে দেয়া হয়েছে। নির্ধারিত ভাড়ায় নৌকা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে পর্যটকদের।
৬। বিভিন্ন তথ্য ও সতর্ক বার্তা দিয়ে সাইন বোর্ড লাগানো হয়েছে।
৭। যে কোন তথ্য, অভিযোগ, অনুসন্ধানের জন্য পর্যটক সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

পর্যটকরা এসব নির্দেশনা মেনে চলবেন, প্রশাসনের সহযোগিতা নেবেন এবং এর ফলে তাঁদের ভ্রমণ আনন্দময় হবে বলে আশা প্রকাশ করেন মো. সালাহ উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত