নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০১৫ ১৯:৪৯

পর্যটন বিষয়ক ওয়েব সাইট ‘ভিজিট সিলেট’র যাত্রা শুরু

সিলেটের পর্যটন কেন্দ্র ভ্রমণকারীদের তথ্য সেবা দিতে যাত্রা শুরু করেছে পর্যটন বিষয়ক ওয়েবসাইট "ভিজিট সিলেট"

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় সুরমা রিভার ক্রুজ রেস্টুরেন্টে পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত দুই তরুণ হাসান মোরশেদ ও এনায়েত হোসেনের উদ্যোগে তথ্য সেবা ভিত্তিক এই ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্যোক্তারা জানান, মূলত এটি একটি ট্যুরিজম প্লাটফর্ম। ভিজিট সিলেটের মাধ্যমে সিলেটের বেশিরভাগ রিসোর্ট ও হোটেল রুম বুকিং এ ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া সিজিএস (ক্যাটারার্স গ্রুপ অফ সিলেট) এর আওতাভুক্ত ১৯টি রেস্টুরেন্টে পর্যটকরা খাবারের উপর ডিসকাউন্ট পাবেন। ভিজিট সিলেট ভ্রমণকারীদের এ ধরনের সুবিধা নিশ্চিত করতে কাজ করবে।

সিলেটে এসে পর্যটকরা কোথায় ঘুরবেন, কীভাবে ঘুরবেন? কি করবেন তার বিস্তারিত বিবরণ দেয়া আছে। এমনকি কোন একটা স্পটে গেলে তার আশেপাশে আর কি কি দেখা যাবে দেয়া আছে তার বিশদ বিবরণ। ভ্রমণকারীদের সুবিধার্থে গুগল ম্যাপের সাহায্যে ভ্রমনস্থানগুলোর রুট ম্যাপও ভিজিট সিলেটের ওয়েবসাইটে পাওয়া যাবে।

উদ্যোক্তারা আশা করেন ভিজিট সিলেটের মাধ্যমে সিলেটে ঘুরতে আসা ভ্রমণকারীরা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার মধ্য দিয়ে ভ্রমণকে আরও আনন্দদায়ক করতে পারবেন, সুশৃঙ্খল হবে সিলেটে ভ্রমণের পরিক্রমা।

আপনার মন্তব্য

আলোচিত