সিলেটটুডে ডেস্ক

১১ এপ্রিল, ২০১৬ ১৪:২৩

এবার হজে যাচ্ছেন ১ লাখ ১ হাজার ৭৫৮ জন

১২ হাজার ১১০ জন হজযাত্রী কমিয়ে হজ প্যাকেজ ২০১৬ সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। এবার হজে যেতে পারবেন ১ লাখ ১ হাজার ৭৫৮ জন। আর সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১০ হাজার।

সোমবার (১১ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

এর আগে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় হজ ও ওমরা নীতি-২০১৬ এবং হজ প্যাকেজ-২০১৬ সংশোধন প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শফিউল আলম আরও জানান, এবার সরকারি-বেসরকারি পর্যায়ে মোট ১ লাখ ১৩ হাজার ৮৬৮ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা ছিলো। এর মধ্যে সরকারি পর্যায়ে যাওয়ার কথা ছিলো ৫ হাজার এবং বেসরকারি পর্যায়ে হজযাত্রী যাওয়ার কথা ছিলো ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন।

কিন্তু সৌদি আরব মোট হজযাত্রী সংখ্যা ১২ হাজার ১১০ জন কমিয়ে করেছে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন। সরকারি পর্যায়ে হজযাত্রীর কোটা ৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার জন। আর বেসরকারি পর্যায়ে ১ লাখ ৮ হাজার ৮৬৮ জনের কোটা কমিয়ে ৯১ হাজার ৭৫৮ জন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত