সিলেটটুডে ডেস্ক

২০ জুন, ২০১৬ ০০:৩৬

পুলিশকে পেটালেন ছাত্রলীগ নেতা

রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটকের পর ছেড়ে দিতে দেরি করায় নাটোরের বনপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান ও তার সঙ্গীরা এক পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করেছে।

রোববার সন্ধ্যায় বনপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডের পর থেকে বনপাড়া এলাকায় পুলিশ রেজিস্ট্রেশনবিহীন ও তিনজন বহনকারী মোটরসাইকেল আটক অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে রোববার বিকেলে বনপাড়া বাজারে চেকপোস্ট বসায় পুলিশ। সন্ধ্যার একটু আগে জিল্লুর রহমানের এক সহযোগীর মোটরসাইকেল আটক করে পুলিশ।

মোটরসাইকেলটি ছেড়ে দিতে বললে এসআই আশরাফ এতে অস্বীকৃতি জানান। পরে ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান জিল্লাহ ওই মোটরসাইকেল ছেড়ে দিতে চাপ দিলে পুলিশ এটি ছেড়ে দেয়। এর কিছুক্ষণ পর জিল্লার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ছাত্রলীগ কর্মী ঘটনাস্থলে এসে ‘মোটরসাইকেল ছাড়তে দেরি করলি কেন?’ বলে আশরাফকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে।

এ ব্যাপারে লাঞ্ছিত পুলিশ কর্মকর্তা আশরাফ বলেন, বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান জিল্লাহ বলেন, মারধরের ঘটনা ঘটেনি। কিছুটা বাকবিতণ্ডা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি জানান, বিষয়টি খতিয়ে দেখতে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত