সিলেটটুডে ডেস্ক

২০ জুন, ২০১৬ ২২:৪৮

কারাগার থেকে বেরিয়েই খুন হলেন হেমায়েত

যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে সন্ত্রাসী হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত হোসেনকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত হেমায়েত শহরতলীর মণ্ডলগাতি এলাকার জিন্নাহ ওরফে টেনা কসাইয়ের ছেলে এবং ওই এলাকার হেমায়েত বাহিনীর প্রধান।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, গত ১৯ এপ্রিল হেমায়েতকে বিস্ফোরকসহ পাঁচটি মামলায় আটক করে কারাগারে প্রেরণ করা হয়। সোমবার তিনি জামিনে বের হন। কারাগার থেকে বের হয়ে হেমায়েত  কারা ফটকের সামনে্র টি স্টলে চা পান করছিলেন। এসময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি তার মাথার ডান পাশে এবং আরেকটি গুলি পায়ে বিদ্ধ হয়।

ঘটনাস্থলেই হেমায়েতের মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে ১৯টি মামলা রয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত