বেনাপোল প্রতিনিধি

২৩ জুন, ২০১৬ ১৯:১২

ভারতে পাচার হওয়া ১১ কিশোর-কিশোরীকে বেনাপোলে হস্তান্তর

দালালদের খপ্পরে পড়ে ভারতে পাচার হয়ে যাওয়া বাংলাদেশের ১১ কিশোর-কিশোরীকে আড়াই বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিকতা শেষে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পাচারকারীরা ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে নিয়ে বিভিন্ন কাজে লাগিয়েছিলেন।

ফেরত আসা কিশোর-কিশোরীরা হলো- বাগেরহাটের নাজমা খাতুন (১৪), নড়াইলের সারমিন সিকদার (১৬), সাতক্ষীরার সাবিনা (১৪), রাফিজা আক্তার (১৬), ঢাকার শান্তা (১৫) ও নদী খাতুন (১৬), নারায়ণগঞ্জের রিয়া আক্তার (১৭), ভোলার শাহানাজ বেগম (১৬) বরিশালের হ্যাপি আক্তার (১৫), খুলনার মরিয়ম বেগম (১৫) ও মোস্তাকিব হোসেন (১৩)।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নজরুল ইসলাম জানান, তিন বছর আগে এরা ভারতে পাচার হয়। পরে কোলকাতার মেদেনীপুর এলাকায় অবৈধভাবে পাচারকারীদের কাছে তারা আটক থাকে। এ সময় সেখানকার পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়।

আদালত তাদের কোলকাতায় লিলুফা নামে এক শেল্টার হোমে রাখার নির্দেশ দেন। পরবর্তীতে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রচেষ্টায় তারা বাংলাদেশে ফেরত আসেন।

অভিভাবকদের হাতে তুলে  দেয়া আগ তাদের সরকারি আশ্রয় কেন্দ্রে রাখ হবে।

আপনার মন্তব্য

আলোচিত