সিলেটটুডে ডেস্ক

২৪ জুন, ২০১৬ ১৬:৪৬

গাজীপুরে চলন্ত বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

গাজীপুরে চলন্ত একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও যাত্রীরা অক্ষত রয়েছেন।

শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভিআইপি পরিবহনের ওই বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং বাসে আগুন ধরে যায়। মুহুর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। চালক-হেলপারসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটির আগুন নেভান।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, বাসের দুর্বল গ্যাস সিলিন্ডার ও যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত