সিলেটটুডে ডেস্ক

০৪ জুলাই, ২০১৬ ১৭:১৭

যানজট নিরসনে কাজ করছেন হিজড়ারা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন কাজ করছেন হিজড়ারা।
 
উপজেলা সদরের আলম এশিয়া বাসস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড, পুরাতন জননী সিনেমা হলের সামনের চৌরাস্তাসহ মেইন রোড জুড়ে যানজট নিরসনে কাজ করছেন তারা। সেখানে ৮ জন হিজড়া পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন। তাদের পাশাপাশি সড়ক বিভাগের কর্মীরাও দায়িত্ব পালন করছেন। সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পোশাক  দেয়া হয়েছে।
 
তৃতীয় লিঙ্গের রূপা বলেন, সামান্য হলেও আমাদের রোজগারের ব্যবস্থা করা হয়েছে। আমরাও একটা কাজ করছি, সময় চলে যাচ্ছে। উদ্যোগক্তাদের কাছে আমরা কৃতজ্ঞ।
 
আলম এশিয়া পরিবহনের চেয়ারম্যান ইমদাদুল হক সেলিম বলেন, আমরা সুখী সমৃদ্ধি ফুলবাড়ীয়া গড়ে তুলতে চাই। আমার পরিবহন সেক্টর থেকে তাদের সামান্য সন্মানী দিয়ে থাকি।
 
উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা জানান, আমরা তাদের একটা কাজ দিয়ে সামান্য কিছুটা মুল্যায়ন করার চেষ্টা করছি মাত্র।
 

আপনার মন্তব্য

আলোচিত