সিলেটটুডে ডেস্ক

১১ জুলাই, ২০১৬ ১২:৫১

রংপুরে খাদেম হত্যার অভিযোগপত্রে ১৪ জঙ্গির নাম

রংপুরে খাদেম রহমত আলীকে হত্যার ঘটনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবির)র ১৪ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজন আবার রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলারও অভিযোগপত্রভুক্ত আসামি।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশিদ বলেন, এ মাসের তিন তারিখেই খাদেম হত্যামামলায় অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন মাসুদ রানা, ইসহাক, লিটন মিয়া, আবু সায়্যিদ, সাদ্দাম হাসেন, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, সারওয়ার হোসেন, সাদাত হোসেন, তৌফিকুল ইসলাম, চান্দু মিয়া, রজিবুল ইসলাম, বাবুল মাস্টার, জাহাঙ্গীর হোসেন। তাঁদের মধ্যে প্রথম সাতজন রংপুরে কুনিও হোশি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। আসামিদের মধ্যে সাতজন গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন মাসুদ রানা, ইসহাক, লিটন মিয়া, সারওয়ার হোসেন, সাদাত হোসেন, তৌফকুল ইসলাম ও আবু সায়্যিদ।

গত ১০ নভেম্বর দিবাগত রাত ১১টার দিকে রংপুরের কাউনিয়ায় স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফেরার পথে চৈতার মোড়ে দুর্বৃত্তরা মাজারের খাদেম রহমত আলীকে (৬০) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।

গত ৩ অক্টোবর সকালে কাউনিয়ায় কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।

আপনার মন্তব্য

আলোচিত