চট্টগ্রাম সংবাদদাতা

৩১ জুলাই, ২০১৬ ১৭:৫৬

রাশিয়ায় যাবে ৪০০ বাংলাদেশী শ্রমিক

নতুন করে রাশিয়ায় ৪০০ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

রোববার (৩১ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম থেকে বহির্গমন ছাড়পত্র ও স্মার্টকার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, " চলতি বছরের প্রথম সাত মাসে বিভিন্ন দেশে গেছেন  চার লাখ ১৭ হাজার ৯৩৫ জন।  ইতিমধ্যে রাশিয়াতে নতুন শ্রমিক নিয়োগ নিশ্চিত হয়েছে। সেখানে ৪০০ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করছি আমরা"

চট্টগ্রাম থেকে বহির্গমন ছাড়পত্র ও স্মার্টকার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, এখন থেকে চট্টগ্রামের প্রবাসীরা বহির্গমন ছড়পত্র ও স্মার্টকার্ড নেয়ার কার্যক্রম এখানেই করতে পারবেন।


চট্টগ্রাম জেলা প্রসাশক মেজবা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার রুহুল, বিএমটি পরিচালক আহমদ শামীম আল রাজী।

আপনার মন্তব্য

আলোচিত