এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ) থেকে

০১ আগস্ট, ২০১৬ ০১:৪৩

মান্দায় বাস চাপায় মহিলা নিহত, সড়ক অবরোধ

নওগাঁর মান্দায় সড়ক পারাপারের সময় বাস চাপায় শেফালী ঋষি (৪৬) নামে এক মহিলার ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যু ঘটেছে।

রোববার (৩১ জুলাই) সন্ধ্যা ৭ টার সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের সুতিরহাট ঋষিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের সুতিরহাট ঋষিপাড়া গ্রামের লেদা ঋষির মেয়ে শেফালী ঋষি ঘটনার দিন কাজ শেষে পায়ে হেঁটে তার নিজ বাড়ি ফিরার পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছে মহাসড়ক পার হওয়ার সময় রাজশাহী থেকে নওগাঁ দিকে দ্রুতগামী অজ্ঞাত একটি বাস তাকে চাপা দেয়। এতে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই শেফালীর মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে। তবে ঘাতক বাস পালিয়ে যায়।

এ সময় ঋষিপাড়ার স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে নিহত শেফালীর লাশ রেখে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে প্রায় আধা ঘণ্টা ব্যাপী মহাসড়কের দু’দিকের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে মান্দা থানার পুলিশ সদস্যরা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু বিচারে আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। পুলিশ লাশ উদ্ধার করে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে এনেছে। লাশ উদ্ধার করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত