সিলেটটুডে ডেস্ক

০৩ আগস্ট, ২০১৬ ২০:০১

স্টার জলসা দেখার ঝগড়ায় স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

গাজীপুরে স্টার জলসা দেখতে নিষেধ করায় এক বছর আগে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নাহিদা আকন্দ ওরফে রীপা নরসিংদীর মনোহরদী উপজেলার পশ্চিম চালাকচর গ্রামের মতিউল ইসলাম ওরফে বাবু মেম্বারের মেয়ে এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়ার মো. শাহজাহানের ছেলে সোহরাব হোসেন স্ত্রী।

রায়ে আসমিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।

মামলার নথি থেকে জানা যায়, সোহরাব ও রীপা গাজীপুর সিটি কর্পোরেশনের তেলীপাড়া এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। গত বছরের ৪ জানুয়ারি রাতে রীপা টিভিতে স্টার জলসার অনুষ্ঠান দেখছিলেন।

এ সময় সোহরাব বাসায় ফিরে রীপাকে স্টার জলসা দেখতে বারণ করলে এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বাধে।

এক পর্যায়ে রীপা ছুরি দিয়ে সোহরাবকে কুপিয়ে জখম করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদালতের পিপি মো. হারিছ উদ্দিন আহমদ জানান, এ ঘটনায় সোহরাবের বাবা শাহজাহান বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ রীপার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আপনার মন্তব্য

আলোচিত