সিলেটটুডে ডেস্ক

০৫ আগস্ট, ২০১৬ ১০:৩০

রাতে টহল পুলিশের ওপর শিবিরের হামলা, আহত ২

যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের ওপর হামলা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে দুই শিবির নেতা। আহতরা হলেন উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিন। তারা যশোর এমএম কলেজের ছাত্র।

চৌগাছা থানার ওসি মসিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের পুঞ্জিতলায় এ ঘটনা ঘটে।

ওসি বলেন, চৌগাছা-মহেশপুর সড়কের পুঞ্জিতলায় টহল পুলিশ দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে একটির আরোহীরা ধারালো রামদা নিয়ে পুলিশের ওপর হামলা করে।

এ সময় পুলিশ গুলি করলে দুইজন আহত হয়। অপর মোটরসাইকেলের তিন আরোহী পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুইজনকে আটক করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী জানান, দুই শিবির নেতার পায়ে গুলি লেগেছে। তাদের মধ্যে রুহুলের অবস্থা আশংকাজনক।

ওসি বলছেন, ঘটনার সময় শিবির নেতাদের হামলায় দুই পুলিশও আহত হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরসাইকেল, একটি রাম দা, দুটি বোমা ও ছাত্রশিবিরের চাঁদা আদায়ের রশিদ জব্দ করেছে বলে জানিয়েছেন ওসি।

পুলিশ জানায়, ইসরাফিল চুটারহুদা গ্রামের আব্দুর রহমানের ছেলে ও এমএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। রুহুল আমিন নারায়ণপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে ও একই কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

আপনার মন্তব্য

আলোচিত