সিলেটটুডে ডেস্ক

০৬ আগস্ট, ২০১৬ ০৪:০২

নিলয় নীল হত্যার ১ বছর : রোববার শাহবাগে সমাবেশ ও প্রতিবাদী গান

ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নীলাদ্রি চট্টোপাধ্যায় নীল ওরফে নিলয় নীল হত্যার বিচারের দাবিতে সমাবেশ ও প্রতিবাদী গান-এর আয়োজন করা হয়েছে।

আগামী রোববার (৭ জুলাই) বিকেল পাঁচটায় মুক্তচিন্তার পক্ষের এক্টিভিস্টদের সম্মিলিত উদ্যোগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালিত হবে।

উল্লেখ্য যে, গতবছরের (৭ আগস্ট) এই দিনেই মুক্তমনা ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নিলয় নীলকে ধর্মীয় মৌলবাদী চক্র তার নিজ বাসায় ঢুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

হত্যাকাণ্ডের একবছর পার হলেও এখন পর্যন্ত সরকার এই হত্যাকাণ্ডের কোন রকম দৃশ্যমান অগ্রগতি হয় নি।

মুক্তচিন্তার মানুষদের উপর অব্যাহত আক্রমণ ও বিচারের ধীর গতিতে শঙ্কা প্রকাশ করে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, বিচারহীন এইসব হত্যাকাণ্ডই দেশের জঙ্গিবাদ উত্থানে প্রভাব ফেলছে।

সচেতন ও উগ্র মৌলবাদ বিরোধী একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্যে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত