সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০১৬ ১৮:৩৮

লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর থেকে কলাপাড়ার উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়া বইছে। সেই সঙ্গে মাঝারি ও হালকা বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় সমুদ্র থেকে মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য মহিপুরের শিববাড়িয়া নদে ভিড়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর ও ততসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সৃষ্টি হয়েছে গভীর সঞ্চালন মেঘমালা। এ কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত