সিলেটটুডে ডেস্ক

২০ আগস্ট, ২০১৬ ১৫:২০

প্রেমের টানে সিলেট থেকে পালিয়ে যাওয়া কিশোরী লক্ষীপুরে উদ্ধার

সিলেট নগরীর কুয়ারপাড় থেকে পালিয়ে যাওয়া এক কিশোরীকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৪নং ইচাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় তার প্রেমিক রাঘবপুর গ্রামের মাঝিবাড়ির মো. সোহেলকেও আটক করা হয়।

উদ্ধার হওয়া কিশোরীর নাম আনিকা আক্তার ঊর্মি (১৭)। তিনি সিলেট নগরীর কুয়ারপাড় এলাকার ব্যবসায়ী মো. সালেক মিয়ার মেয়ে।

স্থানীয় জনপ্রতিনিধির তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টায় রামগঞ্জ থানা পুলিশ উপজেলার রাঘবপুর গ্রামের মাঝিবাড়ির সোহেলের ঘর থেকে ঊর্মি ও সোহেলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রামগঞ্জ থানার এসআই মো. জহির উদ্দিন জানান, রাঘবপুর গ্রামের মাঝিবাড়ির জাহাঙ্গীরের ছেলে মো. সোহেলের সঙ্গে গত ৩-৪ মাস আগে থেকে মোবাইল ফোনের মাধ্যমে ঊর্মির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোহেল গত ১৭ আগস্ট সিলেট থেকে রেলযোগে লাকসাম হয়ে কিশোরী ঊর্মিকে রামগঞ্জের রাঘবপুরে নিয়ে আসে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য মো. ফয়েজ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরী ঊর্মি ও প্রেমিক সোহেলকে আটক করে থানায় নিয়ে আসে।

খবর পেয়ে কিশোরীর পিতা সালেক মিয়া শুক্রবার দুপুরে রামগঞ্জ থানায় এসে ঊর্মিকে তার জিম্মায় ছাড়িয়ে নিয়ে যান।

এসআই জহির উদ্দিন জানান, প্রেমিক-প্রেমিকা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ঊর্মিকে তার বাবার জিম্মায় দিয়ে দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত