বেনাপোল প্রতিনিধি

২২ আগস্ট, ২০১৬ ১৯:৫৮

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় দুই কিশোরকে হস্তান্তর

প্রেমের টানে দেশ ছেড়ে দীর্ঘ কারাভোগের পর আবার দেশে ফিরেছে ভারতীয় দুই কিশোর।

সোমবার (২২ আগস্ট) দুপুরে ১টার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে ভারতের পেট্রাপোল পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। তারা যশোর কিশোর সংশোধনী কেন্দ্রে ১ বছর কারাভোগ করে।

ফিরে যাওয়া দুই কিশোর হলো-ভারতের উত্তর ২৪ পরগনার জেলার হাবড়া থানার শালুয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (১৬), একই এলাকার খিতিশ বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস (১৭)।

এনজিও সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে সোমবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ফাস্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্ত যশোর সংশোধনী কেন্দ্র থেকে তাদেরকে নিজ জিম্মায় নেন। পরে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে পেট্রাপোল পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় ফার্স্ট সেক্রেটারি শ্রী রমাকান্ত গুপ্তা, সেকেন্ড সেক্রেটারি মানস মৃতি, জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) ভাস্কর সাহা, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ।

তিনি আরও জানান,গত বছর ২৪ আগস্ট এই দুই কিশোর সীমান্ত পার হয়ে পালিয়ে বাংলাদেশে আসে। পরে খুলনা পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করে। পরে আদালত দুই কিশোরকে যশোর পুলের হাট কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠায়। এবং সেখান থেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা নিজ দেশে ফেরত যায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইকবাল হোসেন ভারতীয় দুই কিশোরের দেশে ফেরত যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত