সিলেটটুডে ডেস্ক

২৩ আগস্ট, ২০১৬ ০০:৩০

চট্টগ্রামে অ্যামোনিয়া গ্যাস পাইপে ফাটল, ৫৬ জন হাসপাতালে

চট্টগ্রামের নেভালের এলাকায় ডাই অ্যামোনিয়াম ফসফেট  ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের একটি সার কারখানার অ্যামোনিয়া গ্যাস ট্যাঙ্ক লিকেজ হয়ে আশেপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ছে।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টায়  চট্টগ্রাম শহরের নদীর ওপর পাড়ে আনোয়ারায় অবস্থিত ইউরিয়া সার কারখানায় অ্যামোনিয়া গ্যাসের পাইপে লিকেজ হয়, যার বিকট গন্ধ চট্টগ্রামেরর মূল শহরের কিছু  এলাকায়ও পাওয়া গেছে। এ ঘটনায়  শতাধিক লোক অসুস্থ হলে এরমধ্যে ৫ শিশুসহ ৫৬ জনকে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা বেশিরভাগ লোক নেভাল এলাকার বাসিন্দা। তারা বমি ও অজ্ঞান হয়ে যাওয়ায় হাসপাতালে আনা হয়েছে বলে জানা যায়। জরুরি সেবা দিতে  চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাক্তার ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের কর্নফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে,  "ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এই গ্যাস নিয়ন্ত্রণে কাজ করছে।"

নেভাল ও আশেপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।

আপনার মন্তব্য

আলোচিত