সিওমেক প্রতিনিধি

২৩ আগস্ট, ২০১৬ ০০:৫৫

বন্যার্তদের জরুরি ঔষধ দিল মেডিসিন ক্লাব সিওমেক ইউনিট

দেশের নিম্নাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে মেডিসিন ক্লাব সিওমেক ইউনিট।

গত ২০ আগস্ট বন্যা পরবর্তী মেডিসিন সাপোর্ট নিয়ে জামালপুরের জব্বার গঞ্জ, কল্কিহারা, বাগাডুবা এবং আরো কিছু এলাকায় মেডিসিন ক্লাব সিওমেক ইউনিটের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট: দশ হাজার পিস, প্যারাসিটামল (নাপা): পাঁচশ পিস(৫০লাইনঃ দুইশত প্যাকেট, খাওয়ার স্যালাইন: দুইশত প্যাকেট।

এন্টিবায়োটিক: টেট্রাসাইক্লিন: পাঁচশ, সিপ্রোফ্লক্সাসিন: একশ, মেট্রোনিডাজলঃ একশ পিস , এন্টি এলার্জিকঃ পঞ্চাশ পিস, এন্টি ভমিটিক(বমিরোধক): পঞ্চাশ পিস, ভিটামিন ট্যাবলেটঃ একশ পিস।

মেডিসিন ক্লাবের প্রতিনিধি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, "বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন রকমের সাহায্য প্রয়োজন সেই বিবেচনায় আমরা তাদের রিকোভারিতে সহায়তা করতে এগিয়ে এসেছি।"

আপনার মন্তব্য

আলোচিত