বেনাপোল প্রতিনিধি

২৩ আগস্ট, ২০১৬ ১৫:৩১

বেনাপোলে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

বেনাপোলে ১৯১ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভোরে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে নামাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে।

বেনাপোল বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল্লাহিল ওয়াফি জানান, গোপন সংবাদেরে ভি‌ত্তি‌তে জানা যায় নামাজ গ্রামের মিজানের বাড়ীতে ইয়াবা কেনা-বেচা হচ্ছে।

এ সময় ২৬ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লিয়াকত আলী স্যার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মিজানের গোয়াল ঘরের আড়ার উপর এক‌টি কৌটার ভিতর থেকে ১৯১ পিস ইয়াবা পান। পরে ইয়াবাসহ মিজানকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

আটক মিজান জানায়, আমি একজন মাছ ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। আমার ভাই আমার গোয়াল ঘরে ইয়াবা রেখে আমাকে ফাঁসিয়ে দিয়েছে।

যশোর ২৬ বিজিবি’র অধিনায়ক মেজর লিয়াকত আলী ইয়াবাসহ মিজান নামের এক যুবক‌কে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মিজানকে ইয়াবাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত