বেনাপোল প্রতিনিধি

২৮ আগস্ট, ২০১৬ ১৯:০৩

শার্শায় পাচারের শিকার ১০ মহিলাকে প্রশিক্ষণ শেষে ছাগল বিতরণ

শার্শায় পাচারের শিকার ১০জন মহিলাকে গবাদি পশু, হাঁস-মুরগী পালন করে স্বাবলম্বী হওয়ার জন্য ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে তাদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় আইওএমের অর্থায়নে রূপান্তরের সহায়তায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস রুমে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহের সভাপতিত্বে পাচারের শিকার ১০ জন মহিলাকে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, রূপান্তরের ফিল্ড অফিসার কিবরিয়া প্রমুখ।

উক্ত অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ হতে পাচারের শিকার ১০ জন মহিলাকে ২০টি ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম।

আপনার মন্তব্য

আলোচিত