সিলেটটুডে ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৬ ২২:১৬

কোরবানির গরুর শিংয়ের গুঁতোয় বৃদ্ধের মৃত্যু

রাজধানীতে কোরবানির গরুর শিংয়ের গুঁতোয় আবেদ আলী (৭৫) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি গুলশান-২ নম্বরে অবস্থিত জাহিদ প্লাজার নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।

জানা যায়, দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার ভোরে আবেদ আলী পায়ে হেটে ভাটারার বাসায় ফিরছিলেন। নতুন বাজারে মার্কিন দূতাবাসের সামনে পৌঁছতেই একটি গরু তাকে আক্রমণ করে বসে। এ সময় গরুর শিংয়ের গুঁতোয় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ভাটারা এলাকার ব্যবসায়ী ছলিম উদ্দিন কোরবানির জন্য ৬০ হাজার টাকায় আশুলিয়া থেকে একটি লাল গরু কেনেন। বুধবার সকালে একটি ট্রাকে করে নতুন বাজারে গরুটি আনা হয়। ট্রাক থেকে নামানোর পরই গরুটি দড়ি ছিড়ে পালানোর সময় আবেদ আলীকে আক্রমন করে বসে। আবেদ আলী ও ছলিম উদ্দিন একই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আবেদ আলীর স্ত্রী ফাতেমা বেগম গুলশান থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। তবে স্বামীর মৃত্যুর জন্য তিনি কাউকে দায়ী করেননি।

আপনার মন্তব্য

আলোচিত