সিলেটটুডে ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৪৫

প্রমথ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে পৈত্রিক নিবাস অবৈধ দখলদার মুক্ত করার দাবি

বিশিষ্ট সাহিত্যিক প্রমথ চৌধুরীর ৭০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর পৈত্রিক নিবাস অবৈধ দখলদারমুক্ত করার দাবি জানানো হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে পাবনার চাটমোহর থানা মোড় আমতলায় প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে এ দাবি জানানো হয়।

অরাজনৈতিক এ সংগঠনটির সভাপতি, সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকার সম্পাদক প্রভাষক ইকবাল কবীর রনজু’র সভাপতিত্বে এবং সম্পাদক এডভোকেট আব্দুল মমিন সরকারের সঞ্চালনায় লেখকের স্মরণে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকা সম্পাদক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কেএম বেলাল হোসেন স্বপন, সংগঠনটির সিনিয়র সহ সভাপতি মো. শামসুজ্জোহা, যুগ্ম সম্পাদক প্রভাষক এস এম আলী আহম্মেদ।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আলী হায়দার সরদার, অর্থ বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, প্রচার সম্পাদক টিভি নাট্যাভিনেতা ইশারত আলী, প্রভাষক আব্দুস সালাম, সহকারী অধ্যাপক মো. মোতাহার আলী, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজ, পৌর আওয়ামীলীগের সাবেক সম্পাদক ইসাহক আলী মানিক, বাকি বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাস প্রমুখ।

এসময় শিক্ষক মো. আলতাব হোসেন, সাংবাদিক শাহীন রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ, বকুল রহমান, পবিত্র তালুকদারসহ প্রণয় কুমার তালুকদার, এম এ আলীম আব্দুল্লাহ, সাবেক কাউন্সিলর জয়দেব কুণ্ডু, গীতিকার মহিতোষ পাল, সিদ্দিক মিলন, মাহবুব হাসান লিটু, ইউনুস আলী, রাশেদুল ইসলাম, লিটন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে বিখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে প্রমথ চৌধুরীর স্মৃতি সংরক্ষণের দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত