সিলেটটুডে ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৪৭

দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

ফাইল ছবি

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজ সপ্তম শ্রেণির ছাত্রী রাফা ইসমিতা নিহতের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ১ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়ক অবোরোধ করে বিক্ষোভ করে তারা। এসময় মহাসড়কের দু'পাশেই যান চলাচল বন্ধ থাকে দেখা দেয় যানজট। এতে মহাসড়কের উভয়পাশে কয়েকশ গাড়ি আটক পড়ে। দুভোগে পড়েন যাত্রীরা।

টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বোঝালে সকাল ৯টার দিকে তারা অবরোধ তুলে নেয়। এখন মহাসড়কে যান চলতে শুরু করেছে, কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান ওসি।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজের ছাত্রী রাফা ইসমিতা রাস্তা পারাপারের সময় বাসচাপায় নিহত হয়। এতে আহত হন তার মা। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার আজ সকাল সাড়ে ৮টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবোরোধ করে ছাত্র-ছাত্রীরা।

আপনার মন্তব্য

আলোচিত