বেনাপোল প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:০৩

শার্শায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শার্শা উপজেলা সম্মেলন কক্ষে শার্শা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সরকার কর্তৃক ঘোষিত প্রণোদনা কর্মসূচীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ সে‌প্টেম্বর) সকালে এ বীজ ও সার বিতরণ করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ৯৩৫ জন প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার।

২০১৬-১৭/ খরিপ-১ ও রবি মৌসুমে সরিষা, ভুট্টা, তিল ও মুগের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রতিজন চাষিকে ২’কেজি ডিএপি, ১০’কেজি এমওপি সার ও ১’বিঘা জমির জন্য প্রয়োজনীয় বীজ দেওয়া হয়েছে। এছাড়াও  ৩৭০ জনকে সরিষা, ৩০০ জনকে ভুট্টা, ১৯৫ জনকে তিল এবং ৯০ জনকে মুগ চাষের জন্য সহায়তা প্রদান করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত