বেনাপোল প্রতিনিধি

২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩২

ভারতে পাচার হওয়া কিশোরীকে বাংলাদেশে হস্তান্তর

ভারতে পাচার হওয়া এক বাংলাদেশি কিশোরীকে (১৬) ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রা‌তে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই কিশোরীকে বেনাপোল চেক‌পোস্ট ইমিগ্রেশন পুলিশের কা‌ছে হস্তান্তর ক‌রে।

এরপর বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি তাকে পুলিশের কাছ থেকে নিজেদের জিম্মায় নিয়েছে। তারাই মেয়েটিকে ফরিদপুরে তার পরিবারের কাছে পৌঁছে দেবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর জেলা সমন্বয়কারী কর্মকর্তা এবিএম মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দে‌খি‌য়ে দুই বছর আগে সীমান্ত পা‌ড়ি দি‌য়ে মেয়েটিকে ভারতে নিয়ে যায় একটি দালাল চক্র। ওই সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। সেখান থেকে ভারতের ২৪ পরগনা জেলায় অবস্থিত একটি এনজিও তাকে ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। পরে তার নাম-ঠিকানা সংগ্রহ করে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে নিজের দেশে ফেরত পাঠায় ভারত।

ফেরত আসা কিশোরীর অভিভাবক পাচারকারীকে শনাক্ত করে মামলা করতে চাইলে তারা আইনি সহায়তা করবেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত