সিলেটটুডে ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০৫

চট্টগ্রামে প্রীতিলতার আত্মাহুতি দিবস পালিত

অগ্নিযুগের বিপ্লবী বীরকন্যা প্রীতিলতার ৮৪ তম আত্মাহুতি দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে পাহাড়তলী প্রীতিলতা ভাস্কর্য চত্বরে শনিবার সকাল ৮টায় পুষ্পমাল্য, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্ট নগর সভাপতি আল কাদেরী জয়। এছাড়াও বক্তব্য রাখেন ডাঃ আসিফ খান, বাসদ নেতা নুরুল হুদা নিপু, আকরাম হোসেন, হেফাজ চৌধুরী, সাদিয়া লাকী, নাজিম উদ্দিন বাপ্পি, আহমেদ কায়সার। পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নগর শাখার সাধারণ সম্পাদক পার্থ প্রতীম নন্দী।

আলোচনা সভায় বক্তব্য বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণ রুখে দিতে মাষ্টারদা সূর্যসেন, প্রীতিলতা জীবন উৎসর্গ করেছেন। আজ ইংরেজ নেই, তবুও সমাজে অন্যায়, শোষণ-বঞ্চনা কমেনি। যে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রীতিলতা, সূর্যসেনরা লড়াই করেছিল সে সাম্রাজ্যবাদী শক্তির কাছে আজ জাতীয় সম্পদ গ্যাস, কয়লা বিদেশী কোম্পানীর কাছে ইজারা দিয়ে দেশকে সম্পদহীন করা হচ্ছে। অন্যদিকে সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আয়োজন করা হচ্ছে।

বক্তারা আরো বলেন, সমস্ত অন্যায় শোষণের বিরুদ্ধে প্রীতিলতার জীবন ও সংগ্রাম আগামী দিনে লড়াইয়ের প্রেরণা যোগাবে।

এছাড়াও অবিলম্বে অগ্নিযুগের বিপ্লবীদের জীবনগাঁথা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত ও পাহাড়তলী ডি এন অফিসকে প্রীতিলতা স্মৃতি জাদুঘর ঘোষণা করার দাবি জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত