সিলেটটুডে ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:০২

বরিশালে লঞ্চ ডুবি: এবার মেরিন আদালতে মামলা

বরিশালের বানারীপাড়ার দাসেরহাটের মসজিদ বাড়ি পয়েন্টের সন্ধ্যা নদীতে লঞ্চ ডুবে হতাহতের ঘটনায় থানা পুলিশের পর এবার নৌ (মেরিন) আদালতে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করা হয়।

ঢাকার মেরিন আদালতে বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তিনি বলেন, মামলায় ঐশী প্লাস নামের ওই নৌ-যানটির সার্ভে সনদ ও রেজিস্ট্রেশন না থাকা, সময়সূচির তালিকা না থাকা এবং সরকারের সকল নিময় অমান্য করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, ঐশী প্লাসের মালিক ইউসুফ হাওলাদার ও চালক নয়ন মিয়াকে আসামি করা হয়েছে। এদের মধ্যে মালিক ইউসুফ বানারীপাড়া উপজেলার এবং চালক নয়ন মিয়া উজিরপুর উপজেলার বাসিন্দা বলে জানান তিনি।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান জানান, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বানারীপাড়া থানায় লঞ্চের মালিক ও চালককে আসামি করে একটি মামলা দায়ের করেন পুলিশের এসআই জসিম উদ্দিন। এজাহারে আসামিদের বিরুদ্ধে বেশি লাভের আশায় অবৈধ নৌযানে যাত্রী বহন ও অবেহলা জনিত (তাচ্ছিল্যের) কারণ দেখানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত